শনিবার, ২৬ মে, ২০১৮

রোযার হুকুম, সময় ও শর্ত

১. রমযানের চাঁদ দেখা সাপেক্ষে রোযা রাখা ফরয। দেখুন : সূরা বাকারা : ১৮৩ ও ১৮৫; সহীহ মুসলিম ১/৩৪৭

২. প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও সুস'মসি-ষ্ক ব্যক্তির উপর রমযানের রোযা ফরয।

৩. রোযার সময় হচ্ছে সুবহে সাদিক থেকে সূর্যাস- পর্যন্ত-। দেখুন : সূরা বাকারা : ১৮৭; সহীহ মুসলিম ১/৩৪৯

৪. রোযার নিয়ত করা জরুরি। হাদীস শরীফে ইরশাদ হয়েছে, সকল আমলই নিয়তের উপর নির্ভরশীল। দেখুন : সহীহ বুখারী ১/২

৫. সুবহে সাদিকের পূর্বেই রোযার নিয়ত করে নেওয়া উচিত। দেখুন : মুসান্নাফ ইবনে আবী শায়বা ৬/১৬৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

শীতকালীন ফিকহি গাইডলাইন: শরয়তের আলোকে আমাদের করণীয় শীতকাল আমাদের জীবনে শুধু আবহাওয়া নয়, বরং ইবাদতের একটি বিশেষ সময়ও। এই মৌসুমে শরীর, না...